আমাদের প্রতিজ্ঞা দেশকল্যাণ, উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়েতোলা।
Sakhipur Pourosava

সখিপুর পৌরসভা

সম্মানিত প্রশাসক
মোঃ আবদুল্লাহ আল রনী
মোঃ আবদুল্লাহ আল রনী

প্রশাসক, সখিপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, সখিপুর, টাঙ্গােইল।, সখিপুর পৌরসভা

স্বাগতম
সখিপুর পৌরসভার ইতিহাস

সখিপুর পৌরসভা টাংগাইল জেলার সখিপুর থানায় অবস্থিত, টাঙ্গাইল জেলা সদর উপজেলা থেকে ৪৮ কিলোমিটার পূর্বে এবং রাজধানী ঢাকা থেকে ৭৬.৯ কিলোমিটার উত্তরে অবস্থিত। পৌরভার পশ্চিমে রয়েছে দাড়িয়াপুর ইউনিয়ন, পূর্বে গজারিয়া ইউনিয়ন এবং উত্তর ও দক্ষিণে রয়েছে যথাক্রমে কালিয়া ও যাদবপুর ইউনিয়ন। এটির আয়তন ১৮.২৯ বর্গ কিলোমিটার। এটির আছে ৯ টি ওয়ার্ড, ০৮ টি মৌজা এবং ৩০,০২৮ জনসংখ্যা (উল্লেখঃ জনগণনা ২০১১) এবং দ্রুত বাড়ছে। এটি একটি 'ক' শ্রেণির একটি পৌরসভা।

অনুসন্ধান
হটলাইন
আপডেট নোটিশ
প্রয়োজনীয় তথ্য
কেন্দ্রীয় ই-সেবা
করোনা ভাইরাস
জরুরি হটলাইন
Mujib Sotoborso